Sunday, 29 October 2017

Friday, 27 May 2016

Come on Come on Come on!

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।

Thursday, 21 April 2016

"কুলি মজুর"

"কুলি মজুর"

দেখিনু সেদিন রেলে,
কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে!
চোখ ফেটে এল জল,
এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?
যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে,
বাবু সা’ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে।
বেতন দিয়াছ?-চুপ রও যত মিথ্যাবাদীর দল!
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল্‌?
রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে,
রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে,
বল ত এসব কাহাদের দান! তোমার অট্টালিকা
কার খুনে রাঙা?-ঠুলি খুলে দেখ, প্রতি হঁটে আছে লিখা।
তুমি জান না ক’, কিন- পথের প্রতি ধূলিকণা জানে,
ঐ পথ, ঐ জাহাজ, শকট, অট্টালিকার মানে!
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
তুমি শুয়ে র’বে তেতালার পরে আমরা রহিব নীচে,
অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে!
সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা-রসে
এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে!
তারি পদরজ অঞ্জলি করি’ মাথায় লইব তুলি’,
সকলের সাথে পথে চলি’ যার পায়ে লাগিয়াছে ধূলি!
আজ নিখিলের বেদনা -আর্ত পীড়িতের মাখি’ খুন,
লালে লাল হ’য়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ!
আজ হৃদয়ের জমা-ধরা যত কবাট ভাঙিয়া দাও,
রং-করা ঐ চামড়ার যত আবরণ খুলে নাও!
আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল,
মাতামাতি ক’রে ঢুকুক্‌ এ বুকে, খুলে দাও যত খিল!
সকল আকাশ ভাঙিয়া পড়-ক আমাদের এই ঘরে,
মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়-ক ঝ’রে।
সকল কালের সকল দেশের সকল মানুষ আসি’
এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশী।
একজনে দিলে ব্যথা-
সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা।
একের অসম্মান
নিখিল মানব-জাতির লজ্জা-সকলের অপমান!
মহা-মানবের মহা-বেদনার আজি মহা-উত্থান,
উর্ধ্বে হাসিছে ভগবান, নীচে কাঁপিতেছে শয়তান

Saturday, 16 April 2016

Friday, 8 April 2016

Life is very difficult.

Life is very difficult.
Life is difficult.


হায়রে হায় মানুষ !!!!
এই দুনিয়া কত রঙের মানুষ
কেউ বা থাকে রাজ প্রাসাদে,
কেউ বা থাকে রাস্তাই।

Saturday, 2 April 2016

Morning bird

সকাল বেলার পাখি
Morning bird


আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে 
উঠব আমি ডাকি !
সুয্যি মামা জাগার আগে  
উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন,   

মা বলবেন রেগে।
বলব আমি
- আলসে মেয়ে    

ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি   

সকাল হবে না ক ?
আমরা যদি না জাগি মা   

কেম্‌নে সকাল হবে ?
তোমার ছেলে উঠলে গো মা   

রাত পোহাবে তবে।

Wednesday, 30 March 2016

Black Drongo (ফিঙ্গে পাখি)

 (ফিঙ্গে পাখি)
Black Drongo 
(ফিঙ্গে পাখি) 

One of our most familiar birds, finches.

Sunday, 13 March 2016

Saturday, 12 March 2016

Sunday, 21 February 2016

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শহিদ মিনার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস.
মাতৃভাষা দিবস.

Friday, 5 February 2016

OUR NATIONAL BIRD

WAGTAIL
OUR NATIONAL BIRD : 

It' our national bird. It's wagtail, is a nice bird in our country. In our country here is many kinds of birds. Birds are a part and parcel in our daily life.

Saturday, 16 January 2016

Tuesday, 29 December 2015

Tuesday, 15 December 2015

Our National Flag.

Our National Flag.
Our Bangladesh is a very beautiful country and our National Flag is looking  very nice.

Monday, 14 December 2015

A beautiful pet Cat.

A beautiful pet Cat.
The cat look at his target and it seen very nice.

Saturday, 12 December 2015

Street children


Street children.

Kazi Nazrul Islam কাজী নজরুল ইসলাম

এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলি,
পরনে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধূলি।
সারাদিনের অনাহারে শুষ্ক বদনখানি
ক্ষিদের জ্বালায় ক্ষুণ্ণ, তাতে জ্বরের ধুকধুকানি।
অযতনে বাছাদের হায়, গা গিয়েছে ফেটে,
খুদ-ঘাঁটা তাও জোটে নাকো’ সারাটি দিন খেটে।
এদের ফেলে ওগো ধনী, ওগো দেশের রাজা!
কেমন করে রোচে মুখে মন্ডা- মিঠাই-খাজা?
ক্ষুধায় কাতর যখন এরা দেখে তোমায় খেতে,
সে কি নীরব যাচ্ঞা করুণ ফোটে নয়নেতে!
তোমাদের মা খোকার একটু গা-টি গরম হলে,
দশ ডাক্তার দেখে এসে; এরা জ্বরে মলে-
দেয় না মা কেউ একটি চুমুক জলও এদের মুখে
হাড়-চামড়া হয়ে মরে মায়ের বুকে ধুঁকে!
তোমাদের মা খোকা-খুকি ঘুমায় দোলায় দুলে;
এদের ছেলের ঘুম পেলে মা, ঘুমায় তেঁতুলতলে।
একলাটি গো মাটির বুকে বাহুয় থুয়ে মাথা;
পাষাণ-বুকও ফাটবে তোমার দেখ যদি মা তা.....

Thursday, 10 December 2015

Monday, 7 December 2015

The Sun sleep.

The Sun sleep.
The Sun sleep in the west. some tree standing in the field.

Tuesday, 1 December 2015

Saturday, 28 November 2015

Thursday, 24 September 2015