A birds standing in side of pond.
It's BANGLADESH.Which have many charming sight.I will try my self to show the best picture to you.I think you will agree with me that it's really a beautyful & peaceful country.I invite you to travel us. May I have your attention please
Tuesday, 29 December 2015
Saturday, 19 December 2015
Tuesday, 15 December 2015
Our National Flag.
Our Bangladesh is a very beautiful country and our National Flag is looking very nice.
Monday, 14 December 2015
Saturday, 12 December 2015
Street children
Street children.
Kazi Nazrul Islam কাজী নজরুল ইসলাম
এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলি,পরনে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধূলি।
সারাদিনের অনাহারে শুষ্ক বদনখানি
ক্ষিদের জ্বালায় ক্ষুণ্ণ, তাতে জ্বরের ধুকধুকানি।
অযতনে বাছাদের হায়, গা গিয়েছে ফেটে,
খুদ-ঘাঁটা তাও জোটে নাকো’ সারাটি দিন খেটে।
এদের ফেলে ওগো ধনী, ওগো দেশের রাজা!
কেমন করে রোচে মুখে মন্ডা- মিঠাই-খাজা?
ক্ষুধায় কাতর যখন এরা দেখে তোমায় খেতে,
সে কি নীরব যাচ্ঞা করুণ ফোটে নয়নেতে!
তোমাদের মা খোকার একটু গা-টি গরম হলে,
দশ ডাক্তার দেখে এসে; এরা জ্বরে মলে-
দেয় না মা কেউ একটি চুমুক জলও এদের মুখে
হাড়-চামড়া হয়ে মরে মায়ের বুকে ধুঁকে!
তোমাদের মা খোকা-খুকি ঘুমায় দোলায় দুলে;
এদের ছেলের ঘুম পেলে মা, ঘুমায় তেঁতুলতলে।
একলাটি গো মাটির বুকে বাহুয় থুয়ে মাথা;
পাষাণ-বুকও ফাটবে তোমার দেখ যদি মা তা.....
Thursday, 10 December 2015
Monday, 7 December 2015
Friday, 4 December 2015
Tuesday, 1 December 2015
Subscribe to:
Posts (Atom)